{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ নিয়ে বিভ্রান্তিকর প্রচারের অভিযোগ ভারতের

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভকে কেন্দ্র করে বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছে ভারত।
প্রকাশঃ
অ+ অ-
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ নিয়ে বিভ্রান্তিকর প্রচারের অভিযোগ ভারতের   ছবি: সংগৃহীত 
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে সাম্প্রতিক বিক্ষোভকে ঘিরে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই বিক্ষোভের কারণে বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়নি।

রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমে এই ঘটনা নিয়ে অতিরঞ্জিত ও বিভ্রান্তিকরভাবে বিষয়টি উপস্থাপন করা হয়েছে। পরে তিনি তাঁর বক্তব্যের লিখিত রূপ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেন।

রণধীর জয়সোয়াল জানান, গত শনিবার সন্ধ্যায় প্রায় ২০ থেকে ২৫ জন ব্যক্তি নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে অল্প সময়ের জন্য জড়ো হন। তাঁরা সম্প্রতি ময়মনসিংহে এক ব্যক্তির হত্যাকাণ্ডের প্রতিবাদে স্লোগান দেন এবং বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, বিক্ষোভ চলাকালে হাইকমিশনের বেষ্টনী ভাঙার চেষ্টা, ভেতরে প্রবেশের উদ্যোগ কিংবা কোনো ধরনের নিরাপত্তা হুমকির ঘটনা ঘটেনি। কয়েক মিনিটের মধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, ঘটনার ছবি ও ভিডিও জনসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে এবং ভিয়েনা কনভেনশনের আওতায় বিদেশি কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় এক পোশাক কারখানার শ্রমিকের হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশ সরকার ইতোমধ্যে নিন্দা জানিয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারের কথা ঘোষণা করেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে ভারতে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়। শনিবার দিল্লিতে ‘অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা’ নামের একটি ব্যানারে বাংলাদেশ হাইকমিশনের সামনে স্বল্প সময়ের জন্য বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এদিকে, বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভের ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার ঢাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সংবেদনশীল কূটনৈতিক এলাকায় এমন বিক্ষোভ কীভাবে সম্ভব হলো, সে বিষয়ে বাংলাদেশ প্রশ্ন তুলেছে।

তিনি আরও জানান, ওই ঘটনার পর হাইকমিশনারের পরিবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ অনুভব করছে বলে বাংলাদেশ সরকার অবগত।

জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে ঢাকা–দিল্লি সম্পর্কের মধ্যে টানাপোড়েন চলছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা বাংলাদেশের পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট বিষয়ে নিয়মিত যোগাযোগ বজায় রাখছে।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন