{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

দক্ষিণ সুদানে শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন।

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ড্রোন হামলায় শহীদ ৬ বাংলাদেশি সেনা সদস্যের জানাজা ঢাকা সেনানিবাসে সম্পন্ন হয়েছে।
প্রকাশঃ
অ+ অ-
ছবি: সংগৃহীত 

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের ড্রোন হামলায় শহীদ হওয়া ছয় বাংলাদেশি সেনা সদস্যের জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে তাঁদের জানাজা সম্পন্ন হয়।

জানাজা শেষে শহীদ সেনা সদস্যদের মরদেহ হেলিকপ্টারে করে নিজ নিজ জেলার উদ্দেশে পাঠানো হয়। সেখানে তাঁদের যথাযথ সামরিক মর্যাদায় দাফন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে শনিবার সকাল ১১টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশে পৌঁছে শান্তিরক্ষীদের মরদেহবাহী ফ্লাইট। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের চালানো ড্রোন হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন। এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে তাঁদের মরদেহ দেশে আনা হয়।

বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম শহীদদের মরদেহ গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশে জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি, আবেই অঞ্চলে মোতায়েন ইউনিসফার মিশনের প্রতিনিধি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা, সেনা সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা।

উল্লেখ্য, ওই সন্ত্রাসী হামলায় ছয় শান্তিরক্ষী শহীদ হওয়ার পাশাপাশি আরও নয়জন আহত হন। আহতদের মধ্যে আটজন বর্তমানে কেনিয়ার রাজধানী নাইরোবির আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, আহত সকলেই বর্তমানে শঙ্কামুক্ত।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন