লিওনেল মেসির খেলা মাঠের ঘাস বিক্রি শুরু করল ইন্টার মায়ামি।
লিওনেল মেসির খেলা ও এমএলএস কাপ জয়ের স্মৃতি হিসেবে চেজ স্টেডিয়ামের আসল ঘাস বিক্রি শুরু করেছে ইন্টার মায়ামি, দাম ৫০ থেকে ৭৫০ ডলার।
![]() |
| মেসি যে মাঠে খেলেছেন, সেই স্টেডিয়ামের ঘাস বিক্রি শুরু করল ইন্টার মায়ামি । ছবি: সংগৃহীত |
ইন্টার মায়ামির ঘোষণায় বলা হয়েছে, ভক্তদের জন্য চেজ স্টেডিয়ামের ঘাস নিয়ে মোট পাঁচ ধরনের পণ্য বাজারে আনা হয়েছে। এসব পণ্যের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ ডলার থেকে শুরু করে সর্বোচ্চ ৭৫০ ডলার পর্যন্ত, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার টাকা থেকে ৯১ হাজার টাকার বেশি। বর্তমানে এসব পণ্যের প্রি-অর্ডার নেওয়া হচ্ছে।
ফ্লোরিডার ফোর্ট লডারডেলে অবস্থিত চেজ স্টেডিয়ামের ঘাস বিক্রির পেছনে কারণ হিসেবে জানানো হয়েছে, ২০২৬ সাল থেকে ইন্টার মায়ামি আর এই মাঠে খেলবে না। ওই বছর বিশেষভাবে নির্মিত নতুন ভেন্যু ‘মায়ামি ফ্রিডম পার্কে’ চলে যাবে ক্লাবটি। তার আগে চেজ স্টেডিয়ামের স্মৃতি সংরক্ষণের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
চেজ স্টেডিয়াম ইন্টার মায়ামির ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি স্থান। ২০২০ সালে ক্লাবের প্রথম এমএলএস মৌসুম থেকে এটিই ছিল তাদের ঘরের মাঠ এবং এখানেই ছিল ক্লাবের প্রধান কার্যালয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ফুটবলে লিওনেল মেসির যাত্রার শুরুটাও হয়েছিল এই মাঠ দিয়েই। চলতি মাসের শুরুতে এখানেই এমএলএস কাপ জিতে নেয় মেসির দল, যা ইন্টার মায়ামির ইতিহাসে প্রথম বড় শিরোপা।
ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, এই মাঠেই ইন্টার মায়ামির যাত্রা শুরু হয়েছিল এবং এখানে অনেক স্মরণীয় মুহূর্ত তৈরি হয়েছে। মেসির আগমন, ক্লাবের প্রথম শিরোপা—সবকিছুই চেজ স্টেডিয়ামের সঙ্গে জড়িয়ে রয়েছে, যা এটিকে সমর্থকদের কাছে বিশেষভাবে মূল্যবান করে তুলেছে।
ঘাস–সংবলিত পণ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে রয়েছে দুটি চাবির রিং, প্রতিটির দাম ৫০ ডলার। এর একটি খোদাই করা সীমিত সংস্করণের নকশায় তৈরি, অন্যটি ১০ নম্বর লেখা জার্সির আকৃতির। এছাড়া রয়েছে তিনটি প্রিমিয়াম বক্স সংস্করণ।
‘গ্রাস মিনি আলট্রা লাক্স বক্স’-এর দাম রাখা হয়েছে ২০০ ডলার। এতে স্বচ্ছ অ্যাক্রিলিক কিউবের ভেতরে আসল ঘাস সংরক্ষিত থাকবে। ‘গ্র্যান লাক্স’ সংস্করণের মূল্য ৩৫০ ডলার, যেখানে প্রিমিয়াম ডিসপ্লে বক্সের সঙ্গে সোনায় খোদাই করা ধাতব টিকিট যুক্ত থাকবে। সবচেয়ে দামি পণ্যটি হলো ‘আলট্রা বক্স’, যার মূল্য ৭৫০ ডলার এবং এতে বিশেষ নকশার ফিনিশ ও উন্নত ইন্টেরিয়র ব্যবহার করা হয়েছে।
ইন্টার মায়ামি জানিয়েছে, ‘গ্র্যান লাক্স’ ও ‘আলট্রা বক্স’ সংস্করণে লিওনেল মেসি, রদ্রিগো দি পল ও লুইস সুয়ারেজের ব্যাকগ্রাউন্ড ছবি সংযুক্ত থাকবে। প্রি-অর্ডার করা হলে চাবির রিং জানুয়ারিতে এবং বক্স সংস্করণের পণ্য মার্চ মাসে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন