{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

শাকিব খানের নায়িকা কি হানিয়া আমির? গুঞ্জনে মুখর সোশ্যাল মিডিয়া

শাকিব খানের নায়িকা কি হানিয়া আমির? গুঞ্জনে মুখর সোশ্যাল মিডিয়া
প্রকাশঃ
অ+ অ-
শাকিব খানের নায়িকা কি হানিয়া আমির? গুঞ্জনে মুখর সোশ্যাল মিডিয়া

শাকিব খানের নায়িকা কি হানিয়া আমির? গুঞ্জনে মুখর সোশ্যাল মিডিয়া

ঢালিউড সুপারস্টার শাকিব খান এবার পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে জুটি বাঁধছেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সম্প্রতি ঢাকার এক পাঁচতারকা হোটেলে একটি ব্র্যান্ডের প্রচারণায় অংশ নিতে এসেছিলেন হানিয়া আমির। সেখানেই অনুষ্ঠানের উপস্থাপক তাঁকে প্রশ্ন করেন— শাহরুখ খান নাকি শাকিব খান, কাকে বেশি পছন্দ? জবাবে হানিয়া মুচকি হেসে বলেন, আমার মনে হয়, তোমরা শাকিব খানকে বেশি পছন্দ করো, তাই আমারও পছন্দ। এই মন্তব্যের পর থেকেই নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়—তাহলে কি শাকিব খানের আসন্ন কোনো ছবিতে দেখা যাবে হানিয়াকে?

উল্লেখ্য, সম্প্রতি আমেরিকা সফর শেষে দেশে ফিরেছেন শাকিব খান। ফিরেই তরুণ নির্মাতা সাকিব ফাহাদের পরিচালনায় ‘সোলজার’ সিনেমার লুক টেস্ট ও শুটিং-পূর্ব প্রস্তুতিতে অংশ নিয়েছেন তিনি। তবে এই সিনেমায় হানিয়া আমির নেই বলে নিশ্চিত করেছেন পরিচালক।

এছাড়া শাকিব খান শিগগিরই আবু হায়াত মাহমুদের পরিচালনায় নতুন আরেকটি ছবি ‘প্রিন্স’-এর কাজেও অংশ নেবেন। সেই ছবিতেও পাকিস্তানি নায়িকা থাকার বিষয়টি নাকচ করেছেন নির্মাতা।

সবমিলিয়ে হানিয়া আমিরকে শাকিব খানের নায়িকা হিসেবে দেখা যাবে কি না, তা এখনও শুধুই গুঞ্জন।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন