{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

ভারতের শুল্ক ও সৌর খাতের ভর্তুকির বিরুদ্ধে ডব্লিউটিওতে চীনের মামলা।

ভারতের শুল্ক নীতি ও সৌর ভর্তুকির বিরুদ্ধে চীনের ডব্লিউটিও-তে মামলা। আন্তর্জাতিক বাণিজ্যে ভারত-চীন দ্বন্দ্বের নতুন মোড় নিয়ে বিস্তারিত আলোচনা।
প্রকাশঃ
অ+ অ-
ছবি: সংগৃহীত 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পণ্যের ওপর ভারতের আরোপিত শুল্ক এবং দেশটির সৌর বিদ্যুৎ খাতে দেওয়া ফটোভোলটাইক ভর্তুকির বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) কাছে আনুষ্ঠানিকভাবে মামলা করেছে চীন। এই পদক্ষেপকে দুই দেশের মধ্যে বাণিজ্য উত্তেজনার নতুন অধ্যায় হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনের বরাতে জানা গেছে, শুক্রবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে ডব্লিউটিওতে অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে চীনের পক্ষ থেকে বলা হয়, ভারতের বর্তমান শুল্ক কাঠামো এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে প্রদত্ত ভর্তুকি দেশটির নিজস্ব শিল্পপ্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অন্যায্য সুবিধা দিচ্ছে। এর ফলে চীনা রপ্তানিকারকদের বাজারে প্রবেশ ব্যাহত হচ্ছে এবং অর্থনৈতিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের দাবি, ভারতের এসব নীতি ডব্লিউটিওর মৌলিক বাণিজ্য নীতির সঙ্গে সাংঘর্ষিক। বিশেষ করে সমান প্রতিযোগিতা ও বৈষম্যহীন বাণিজ্যের যে অঙ্গীকার সদস্য দেশগুলো করেছে, ভারতের পদক্ষেপ তা লঙ্ঘন করছে বলে অভিযোগ করা হয়েছে।

চীন আরও জানিয়েছে, তারা ভারতকে বারবার ডব্লিউটিওর নিয়ম মেনে চলার আহ্বান জানিয়ে আসছে। সর্বশেষ পদক্ষেপ হিসেবে তারা আশা করছে, এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে ভারত দ্রুত তার শুল্ক ও ভর্তুকি নীতিতে সংশোধন আনবে।

বিশ্লেষকদের মতে, ভারতের সৌর শক্তি খাতে স্থানীয় উৎপাদন উৎসাহিত করতে দেওয়া ভর্তুকি এবং আমদানিকৃত প্রযুক্তি পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপের ফলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট হচ্ছে। এতে বিশেষ করে চীনা প্রযুক্তি ও সৌর প্যানেল উৎপাদকরা ক্ষতির মুখে পড়ছে।

ডব্লিউটিওর নিয়ম অনুযায়ী, কোনো সদস্য দেশ অভিযোগ দায়ের করলে প্রথমে দুই পক্ষের মধ্যে আলোচনার সুযোগ দেওয়া হয়। আলোচনায় সমাধান না এলে বিষয়টি আনুষ্ঠানিক প্যানেল গঠনের মাধ্যমে নিষ্পত্তি করা হয়। এই প্রক্রিয়া দীর্ঘ সময় নিতে পারে।

চীন ও ভারতের মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে বাণিজ্য ঘাটতি, প্রযুক্তি খাতের নিয়ন্ত্রণ এবং শিল্পনীতি নিয়ে একাধিকবার মতবিরোধ দেখা দিয়েছে। ডব্লিউটিওতে এই নতুন মামলা সেই দ্বিপক্ষীয় টানাপোড়েনকে আরও সামনে নিয়ে এসেছে।

এ বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে কূটনৈতিক সূত্রগুলো ধারণা করছে, ভারত ডব্লিউটিওর নিয়ম অনুযায়ী আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই এই অভিযোগের জবাব দেবে।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন