{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

মেট্রোরেলের চলাচলচিহ্ন এবং ট্রিপ বাড়ছে — যে পরিবর্তনগুলো জেনে রাখুন

মেট্রোরেলের চলাচলচিহ্ন এবং ট্রিপ বাড়ছে — যে পরিবর্তনগুলো জেনে রাখুন
প্রকাশঃ
অ+ অ-
মেট্রোরেল | ছবি : সংগীত

রাজধানী ঢাকায় মেট্রোরেলের সময়সূচিতে আসছে পরিবর্তন। আগামী রোববার থেকে যাত্রীদের সুবিধার্থে মেট্রোরেল চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হচ্ছে। এতে সকালে আগের চেয়ে আধঘণ্টা আগে ট্রেন চলাচল শুরু হবে এবং রাতে আধঘণ্টা বেশি চলবে।

এ ছাড়া আগামী মাসের মাঝামাঝিতে বাড়ানো হবে মেট্রোরেলের ট্রিপ সংখ্যা। নতুন সময়সূচি কার্যকর হলে দুই ট্রেনের মধ্যে বিরতি অন্তত দুই মিনিট কমে যাবে, ফলে যাত্রীদের অপেক্ষার সময়ও কমবে।

এই তথ্য জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সংস্থার একাধিক সূত্র জানায়, চলাচলের সময় ও ট্রিপ সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয় গত মাসে। এরপর ২৫ সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলকভাবে বাড়তি সময়ের ট্রায়াল চালানো হয়।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, “আমরা পর্যায়ক্রমে যাত্রীসেবা বাড়াচ্ছি। এরই অংশ হিসেবে আগামী রোববার থেকে মেট্রোরেল এক ঘণ্টা বাড়তি সময় চলবে। ট্রিপ বাড়াতে আরও কিছু পরীক্ষা চলছে। আশা করছি আগামী মাসের মাঝামাঝিতে ট্রিপ বাড়ানোর কাজ সম্পন্ন হবে।”

বর্তমানে সপ্তাহে ছয় দিন (শনিবার থেকে বৃহস্পতিবার) উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল ৭টা ১০ মিনিটে এবং শেষ ট্রেন ছাড়ে রাত ৯টায়। নতুন সূচি অনুযায়ী ট্রেন ছাড়বে সকাল ৬টা ৪০ মিনিটে, আর শেষ ট্রেন ছেড়ে যাবে রাত সাড়ে ৯টায়। মতিঝিল দিকেও সময়সূচি পরিবর্তন হবে। সেখান থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায় এবং শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।

শুক্রবারের সময়সূচিতেও কিছু পরিবর্তন আসছে। আগে বিকেল ৩টা থেকে মেট্রোরেল চলাচল শুরু হতো, নতুন সূচি অনুযায়ী এখন তা শুরু হবে বেলা আড়াইটায়। রাতে চলাচলের সময়ও আধঘণ্টা বাড়বে।

ডিএমটিসিএলের হিসাব অনুযায়ী বর্তমানে প্রতিদিন গড়ে সাড়ে চার লাখ যাত্রী মেট্রোরেলে যাতায়াত করেন। বাড়তি সময় ও ট্রিপ চালু হলে যাত্রীসংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে যাবে বলে আশা করছে সংস্থাটি।

বর্তমানে ২৪ সেট ট্রেনের মধ্যে ১২ সেট সার্বক্ষণিকভাবে যাত্রী বহনে ব্যবহৃত হচ্ছে। সময়সূচি বাড়লে মোট ১৯ সেট ট্রেন নিয়মিতভাবে চলবে। এর বাইরে দু-এক সেট ট্রেন ওয়ার্কশপে পরীক্ষা ও রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহার করা হবে।

ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, বর্তমানে ব্যস্ত সময়ে প্রতি ছয় মিনিট পরপর ট্রেন চলাচল করে। নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে এই ব্যবধান নেমে আসবে চার মিনিটে। এতে করে যাত্রীদের অপেক্ষার সময় কমবে এবং যাতায়াত আরও দ্রুত হবে।

মেট্রোরেল চালু হয়েছিল ২০২২ সালের ২৮ ডিসেম্বর, শুরুতে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। ধীরে ধীরে রুট সম্প্রসারণ করে বর্তমানে মতিঝিল পর্যন্ত যাত্রী পরিবহন করা হচ্ছে। এখন কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে।

নিয়মিত যাত্রী আরশাদুল হক বলেন, “ঢাকায় প্রতিদিনের যানজটে মেট্রোরেল এখন বড় ভরসা। সময়সূচি বাড়ালে কর্মজীবী মানুষদের জন্য এটি আরও উপকারী হবে।”

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন