বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন ব্রিটিশ বংশোদ্ভূত ফুটবলার ট্রেভর ইসলাম।
বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন ব্রিটিশ বংশোদ্ভূত ফুটবলার ট্রেভর ইসলাম।![]() |
| ট্রেভর ইসলাম । ছবি: সংগৃহীত |
বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন ব্রিটিশ বংশোদ্ভূত ফুটবলার ট্রেভর ইসলাম। ইতোমধ্যে শুরু হয়েছে তার বাংলাদেশি পাসপোর্ট তৈরির কাজ। তবে চলতি বছরই জাতীয় দলের জার্সিতে তার অভিষেক হচ্ছে না বলে জানিয়েছেন তার এজেন্ট আবিদ আনোয়ার।
হামজা চৌধুরী ও শমিত সোমের সাফল্যের পর প্রবাসী ফুটবলারদের আগ্রহ বাড়ছে লাল–সবুজের হয়ে মাঠে নামার বিষয়ে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা ফরোয়ার্ড ট্রেভর ইসলাম, যিনি বর্তমানে খেলছেন আমেরিকার ফার্স্ট টায়ার ইউনিভার্সিটি লিগের স্ট্যানফোর্ড মেন’স সকার ক্লাবে। দুর্দান্ত ফিনিশিং ও পজিশনিংয়ের জন্য ইতোমধ্যেই তিনি নজর কেড়েছেন পর্যবেক্ষকদের।
বাংলাদেশ জাতীয় দলের বহুদিনের ‘জেনুইন নাম্বার নাইনের’ অভাব মেটাতে ট্রেভর হতে পারেন নতুন ভরসা। তার পাসপোর্ট প্রক্রিয়া নিয়ে এজেন্ট আবিদ আনোয়ার বলেন, “ট্রেভর ইসলাম বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহ দেখিয়েছে। তার বাবা ও দাদার পুরনো হাতে লেখা বাংলাদেশি পাসপোর্ট আছে, কিন্তু সেগুলোর বৈধতা এখন আর নেই। তাই নতুন পাসপোর্ট করতে হবে, এরপরই ট্রেভরের কাজ এগোবে।”
তবে এ বছর জাতীয় দলে দেখা যাবে না ট্রেভরকে। আবিদ জানান, তার কিছু একাডেমিক পরীক্ষা রয়েছে, তাই এই বছরের উইন্ডোতে পাওয়া সম্ভব নয়। “তবে বাফুফে ও হেড কোচ চাইলে আগামী বছরের উইন্ডোতে তাকে খেলানো সম্ভব,” যোগ করেন তিনি।
একই সঙ্গে আরেক প্রবাসী ফরোয়ার্ড জায়ান হাকিমের পাসপোর্ট তৈরির কাজও চলছে বলে জানান এজেন্ট। “জায়ান হাকিমকেও নিয়ে আমরা কাজ করছি। কিছু প্রক্রিয়াগত জটিলতা আছে, যা খুব শিগগিরই শেষ হবে বলে আশা করছি,” বলেন আবিদ আনোয়ার।
বাংলাদেশের ফুটবলে হামজা চৌধুরী ও শমিত সোমের পর ট্রেভর ইসলাম ও জায়ান হাকিম এখন নতুন আশার প্রতীক। ফুটবলপ্রেমীদের বিশ্বাস, তারা দলে যোগ দিলে দীর্ঘদিনের গোল–সংকট কেটে গিয়ে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে।

একটি মন্তব্য পোস্ট করুন