ডাকসু নির্বাচনে রিটকারী ছাত্রীকে গণধর্ষণের হুমকি, তদন্তে দুটি কমিটি। BartaX News
ডাকসু নির্বাচনে রিটকারী ছাত্রীকে গণধর্ষণের হুমকি, তদন্তে দুটি কমিটি
![]() |
| ছবি : সংগীত |
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় তিন সদস্যের কমিটি করেছে, অন্যদিকে ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশন করেছে দুই সদস্যের তথ্যানুসন্ধান কমিটি। তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
জানা যায়, ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থিতা চ্যালেঞ্জ করে ওই ছাত্রী হাইকোর্টে রিট করেন। এরপর আদালত নির্বাচন স্থগিত করলে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী হোসেন ফেসবুকে তাকে ‘গণধর্ষণের’ হুমকি দেন। ঘটনার পর শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন মহল প্রতিবাদ জানায়।
আজ সংবাদ সম্মেলনে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, সাইবার বুলিং কমাতে তারা বিটিআরসির সঙ্গে কাজ করছে। পাশাপাশি নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি ও আইজিপিকে চিঠি দেওয়া হয়েছে।
এছাড়া প্রথমবারের মতো অন্ধ শিক্ষার্থীদের জন্য ব্রেইল ব্যালট ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন