পাকিস্তানের ভরসা আফ্রিদি-রউফ, ফাইনালে ভারতের বিপক্ষে কি আবারও জ্বলে উঠবেন?
PAKISTANvs INDIA Final![]() |
| পাকিস্তানের ভরসা আফ্রিদি-রউফ, ফাইনালে ভারতের বিপক্ষে কি আবারও জ্বলে উঠবেন? |
আফ্রিদি: পাওয়ারপ্লের নির্ভরতা
নতুন বলে বল হাতে আফ্রিদি আবারও দেখালেন তাঁর ধার। বাংলাদেশের বিপক্ষে শুরুতেই দুটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলেন। শুধু বোলিং নয়, ব্যাটিংয়েও ছোট্ট এক ইনিংস খেলে দলকে বিপদ থেকে উদ্ধার করেন। তাঁর অলরাউন্ড পারফরম্যান্সের কারণে ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন তিনি।
রউফ: গতি আর আগ্রাসন
হারিস রউফকে প্রায়ই বলা হয় পাওয়ারপ্লেতে তেমন কার্যকর নন। তবে সাম্প্রতিক পারফরম্যান্স উল্টো চিত্র দেখাচ্ছে। নিয়মিত ৯০ মাইল গতির বল করে ব্যাটসম্যানদের চাপে রাখেন তিনি। বাংলাদেশের বিপক্ষে কিছুটা খরুচে হলেও ফিরিয়েছেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানকে।
পেসাররাই ভরসা
এবারের এশিয়া কাপে স্পিনার-বান্ধব উইকেটে খেললেও পাকিস্তানের আসল শক্তি হয়ে উঠেছে তাদের পেস আক্রমণ। এখন পর্যন্ত পাকিস্তানি ফাস্ট বোলাররাই নিয়েছেন সর্বোচ্চ উইকেট, গড়ও সবচেয়ে ভালো। ফাইনালে ভারতকে হারাতে হলে আবারও আফ্রিদি ও রউফের আগুনে স্পেল দরকার হবে।
![]() |
| এশিয়া কাপের ইতিহাসে এই প্রথমবার ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। |


একটি মন্তব্য পোস্ট করুন