শ্রীলঙ্কার জয়ে বাংলাদেশের সুপার ফোরের স্বপ্ন পূরণ
শ্রীলঙ্কার জয়ে বাংলাদেশের সুপার ফোরের স্বপ্ন পূরণ![]() |
| শ্রীলঙ্কার জয়ে বাংলাদেশের সুপার ফোরের স্বপ্ন পূরণ। এশিয়া কাপ |
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটা যেন রোমাঞ্চে ভরপুর ছিল। আফগানিস্তান প্রথমে ব্যাট করে শুরুটা ভালো করতে না পারলেও শেষ ওভারে মোহাম্মদ নবীর ঝড়ে খেলার চিত্রই পাল্টে যায়। এক ওভারে টানা পাঁচ ছক্কায় ২১ বলেই হাফ সেঞ্চুরি করেন নবী। তাঁর বিস্ফোরক ব্যাটিংয়ে আফগানরা দাঁড় করায় ৮ উইকেটে ১৬৯ রানের লড়াকু স্কোর।
এই ইনিংসের পর বাংলাদেশের সমর্থকেরা বেশি দুশ্চিন্তায় পড়ে যান। কারণ, হিসাব অনুযায়ী শ্রীলঙ্কাকে ১০০ রানের মধ্যে হারালেই আফগানিস্তান সুপার ফোরে যেত, বাদ পড়ত বাংলাদেশ। কিন্তু লঙ্কানরা শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিং করে লক্ষ্য তাড়া শুরু করে।
ওপেনার কুশল মেন্ডিস দায়িত্বশীল ইনিংস খেলেন, আর কামিন্দু মেন্ডিসের সঙ্গে তাঁর জুটিই নিশ্চিত করে দেয় সহজ জয়। শেষমেশ ৮ বল হাতে রেখেই ম্যাচ শেষ করে ফেলে শ্রীলঙ্কা।
এই জয়ের ফলে আফগানিস্তানকে পেছনে ফেলে বাংলাদেশের সুপার ফোরে খেলা নিশ্চিত হয়। এখন লঙ্কানদের বিপক্ষেই নতুন যাত্রা শুরু করবে সাকিব–লিটনরা। এরপর আসছে ভারত ও পাকিস্তানের মতো কঠিন প্রতিপক্ষ। বাংলাদেশের সমর্থকদের প্রত্যাশা—ফাইনালের স্বপ্নপূরণের জন্য এবার কোনো জটিল সমীকরণের দরকার না হোক।

একটি মন্তব্য পোস্ট করুন