ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন করেছে ইসি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন করেছে ইসিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। যেকোনো মুহূর্তে এ রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে ইসি সূত্র।
বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব বৈঠকে বসেন। সেখানে বিস্তারিত আলোচনার পর কর্মপরিকল্পনার অনুমোদন দেওয়া হয়।
এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “সব কিছু চূড়ান্ত হয়েছে। অনুমোদনও দেওয়া হয়েছে। এখন শুধু টাইপিংয়ের কাজ চলছে।”
এর আগে গত সপ্তাহে কমিশনের ভেতরে একাধিক বৈঠকে রোডম্যাপের খসড়া নিয়ে আলোচনা হয়। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ তখন জানিয়েছিলেন, বিস্তারিত কর্মপরিকল্পনার বিষয়ে শিগগিরই ইসি সচিব ব্রিফ করবেন।
১৮ আগস্ট সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছিলেন, “কর্মপরিকল্পনার খসড়া তৈরি হয়েছে। অভ্যন্তরীণ বিভাগীয় কাজ শেষ করে কমিশনের অনুমোদনের পর তা প্রকাশ করা হবে।”
সর্বশেষ অনুমোদনের মাধ্যমে এখন নির্বাচনী রোডম্যাপ প্রকাশের আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন হলো।

একটি মন্তব্য পোস্ট করুন