উত্তরায় বিমান বিধ্বস্ত: মৃত্যুর সংখ্যা নিয়ে গুজব, তথ্য গোপনের অভিযোগ অস্বীকার আইএসপিআরের
মৃত্যু সংখ্যা নিয়ে গুজব ছড়াচ্ছে কে?"
![]() |
| মৃত্যু সংখ্যা নিয়ে গুজব ছড়াচ্ছে কে? | ছবি: সংগৃহীত |
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়ে পড়েছে। এর মধ্যে মৃত্যুর সংখ্যা নিয়েও বিভিন্ন অনির্ভরযোগ্য সূত্রে ভুয়া দাবি করা হচ্ছে।
ঘটনার পর আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী এক বার্তায় বলেন, "অনেকেই না বুঝে এসব গুজবে বিশ্বাস করছেন। সন্তানদের বিষয়ে কোনো তথ্য গোপন করার ইচ্ছা বা প্রয়াস আমাদের নেই।"
তিনি জানান, ঘটনার পরপরই বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজে অংশ নেয়। আইএসপিআর প্রতিনিধি দলও সরাসরি ঘটনাস্থলে উপস্থিত ছিল।
সামি উদ দৌলা আরও বলেন, “যেকোনো গণমাধ্যম চাইলে মৃত্যুর সংখ্যা কিংবা ঘটনার বিস্তারিত বিষয়ে তদন্ত করতে পারে। সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সবার সাক্ষাৎকার গ্রহণ করতে পারে, স্থান পরিদর্শন করতে পারে। আমরা সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।”
এদিকে ঘটনার সময় থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু এআই প্রযুক্তি দিয়ে তৈরি করা ভুয়া ছবি ছড়িয়ে পড়ে। বিষয়টি নিশ্চিত করেছে তথ্য যাচাইকারী সংস্থা ডিসমিসল্যাব ও রিউমর স্ক্যানার। তাদের বিশ্লেষণে দেখা যায়, ফেসবুকে ছড়িয়ে পড়া অন্তত ১১টি ছবি মূল ঘটনার সঙ্গে সম্পর্কিত নয়।
বিশেষজ্ঞরা বলছেন, দুর্ঘটনার সময় ছড়ানো এ ধরনের ভুয়া ছবি ও তথ্য সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক বি এম মইনুল হোসেন বলেন, “এ ধরনের গুজব থেকে সমাজে ভয় ও বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এজন্য সরকারি-বেসরকারি পর্যায়ে তথ্য যাচাইয়ের উদ্যোগ বাড়ানো দরকার।”
আইএসপিআর সাধারণ জনগণকে অনুরোধ জানিয়েছে—ভুল বা যাচাই না করা তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে এবং বিশ্বাসযোগ্য উৎসের তথ্যেই আস্থা রাখতে।

একটি মন্তব্য পোস্ট করুন