কুয়াকাটায় গভীর রাতে র্যাব-ডিবির পরিচয়ে হোটেলে তাণ্ডব, আতঙ্কে পর্যটক-ব্যবসায়ীরা
কুয়াকাটায় গভীর রাতে র্যাব-ডিবির পরিচয়ে হোটেলে তাণ্ডব, আতঙ্কে পর্যটক-ব্যবসায়ীরা
২৫ মে রাত আনুমানিক ২টার দিকে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত সংলগ্ন এলাকার কয়েকটি হোটেলে হানা দেয় সশস্ত্র একদল লোক। নিজেদের কখনো র্যাব, আবার কখনো ডিবি পুলিশ পরিচয় দিয়ে তারা হোটেল কক্ষগুলোতে প্রবেশ করে ব্যাপক তল্লাশি চালায়। এ সময় বেশ কয়েকটি হোটেলের দরজা-জানালা ভাঙচুর করা হয়। আতঙ্কে পড়ে যান হোটেলের অতিথি ও কর্মচারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযানে অংশ নেওয়া কারো গায়ে পোশাক ছিল না, ছিল না কোনো অফিসিয়াল আইডি বা ওয়ারেন্ট। পরিচয় জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। হোটেল মালিক ও কর্মচারীদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। অনেক অতিথিকে ঘুম থেকে ডেকে তুলে জেরা করা হয়।
এ ঘটনার পরপরই স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ দেখা দেয়। অনেকেই মনে করছেন, এটি একটি পরিকল্পিত ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা। ঘটনার বিষয়ে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ ও কুয়াকাটা তদন্ত কেন্দ্র জানায়, তারা এই অভিযানের বিষয়ে কিছুই জানে না, এমনকি কোনো অনুমতিও দেওয়া হয়নি।
এ বিষয়ে পটুয়াখালী জেলা পুলিশ জানায়, এ ধরনের কোনো অভিযানের বিষয়ে তাদের কাছেও কোনো তথ্য নেই।
এখন প্রশ্ন উঠছে—এরা কারা? যদি তারা র্যাব বা ডিবি না হয়, তাহলে গভীর রাতে অস্ত্রধারীরা কীভাবে এতটা নিরাপত্তা বেষ্টিত এলাকায় এভাবে ঢুকে পড়ে?
স্থানীয় ব্যবসায়ীরা ঘটনার তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তারা বলছেন, পর্যটন এলাকার সুনাম নষ্ট করার এমন অপচেষ্টা দ্রুত থামানো না গেলে কুয়াকাটার নিরাপত্তা ও অর্থনীতি বড় ধাক্কা খাবে।

একটি মন্তব্য পোস্ট করুন