{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

উড্ডয়নের পরপরই বিমানে পাখির আঘাত, নিরাপদে ফিরে এলো সিঙ্গাপুরগামী ফ্লাইট!

উড্ডয়নের পরপরই বিমানে পাখির আঘাত, নিরাপদে ফিরে এলো সিঙ্গাপুরগামী ফ্লাইট!,
প্রকাশঃ
অ+ অ-
ছবি সংগৃহীত 

ফ্লাইট নম্বর বিজি ৫৮৪, বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজটি সকাল ৮টা ৩৮ মিনিটে উড্ডয়ন করেছিল।


বিমানটিতে ১৫৪ জন যাত্রী এবং ১০ জন ক্রু ছিলেন।


উড়োজাহাজটি যখন ২,৫০০ ফুট উচ্চতায়, তখন ক্যাপ্টেন অনুভব করেন—পাখায় কোনো কিছুর আঘাত লেগেছে।


তিনি নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরে ফিরে আসার সিদ্ধান্ত নেন।


মাত্র ২১ মিনিট পর, সকাল ৮টা ৫৯ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে।


বিমানবন্দরের বে-১৪-তে বিমানটি পার্ক করা হয়।


বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্টেশন ম্যানেজার অপূর্ব দেওয়ান জানিয়েছেন,

উড়োজাহাজের পাখায় পাখির আঘাত লাগলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।


যাত্রী ও ক্রুরা সবাই নিরাপদে আছেন এবং সুস্থ আছেন।


পরবর্তীতে বিকল্প একটি বিমানে যাত্রীদের সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে।




একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন